বেগম ফজিলাতুন্নেছা



  
জন্মদিন:
Friday, 8 August 1930
মৃত্যুদিন:
Friday, 15 August 1975

বাঙালির অনুপ্রেরণা শক্তির উৎস মহীয়সী নারী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

জন্ম এবং পারিবারিক জীবন
১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহন করেন তিনি। তার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব রাজনীতিতে সক্রিয় না থাকলেও সারা জীবন বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা, শক্তি, সাহস ও মনোবল যুগিয়েছেন।

অবদান
খুব অল্প বয়সেই বঙ্গবন্ধুর সাথে বিবাহের পরে বেগম মুজিব ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল আন্দোলন, সংগ্রামের প্রত্যক্ষ সঙ্গী। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অনুপ্রেরনা শক্তি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর অধিকাংশ সময়ই কেটেছে জেলে। আর এই সময়ে বঙ্গবন্ধুকে সাহস দিয়ে, মানসিকভাবে শক্তি দিয়ে এবং পরিবারকে আগলে রেখে তিনি বঙ্গবন্ধুকে ক্লান্তিহীনভাবে এদেশের স্বাধীনতার জন্য আন্দোলনে সহায়তা করেছেন।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দি অবস্থায়ও তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। বেগম মুজিবের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা বঙ্গবন্ধু আজো বাঙালিদের অনুপ্রেরণার উৎস।

১৫ ই আগষ্ট ১৯৭৫ তারিখ প্রত্যুষে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা শহীদ হন।