সজীব ওয়াজেদ জয়
জন্মদিন:
Tuesday, 27 July 1971
তথ্য-প্রযুক্তিবিদ।
সজীব ওয়াজেদ জয়ের শৈশব এবং কৈশর কেটেছে ভারতে। ১৯৭৫ সালে নানা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিহত হবার পরে সজীব ওয়াজেদ মায়ের সাথে জার্মানী-লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে, নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে গ্রাজুয়েশন করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে গ্রাজুয়েশন করেন, এবং পরবর্তীতে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে মাষ্টার্স করেন। বর্তমানে তিনি স্হায়ীভাবে আমিরিকার ভার্জিনিয়াতে বসবাস করছেন।
জয় ২৬ অক্টোবর ২০০২ সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইন-এর সঙ্গে বিয়ের বদ্ধনে আবদ্ধ হন। এক কন্যা সন্তানের জনক।
২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি, সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়েছে। পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দলের সদস্যপদ দেয়া হয়। এর আগে জয়ের পক্ষে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহম্মেদ সদস্য ফরম সংগ্রহ করেন।